সন্তর্পণে এগিয়ে যেতেই একটি
অশ্বত্থের ছায়াতলে দাঁড়িয়ে গেলাম,
একটি গুইসাপ হুড়মুড় করে দৌড়ে পালালো
তেমনি অবগুণ্ঠিত কিছু স্মৃতি
আপন সত্তাকে নাড়িয়ে দিলো।

একদিন এই বৃক্ষের ছায়াতলে
তোমার অঙ্গুলি স্পর্শে হৃদয়ের কথা বলেছিলাম।
মনে পড়ে গেলো সেইদিন-
বুদ্ধদেব বসুর চমৎকার একটি কবিতা শুনিয়েছিলে
ভীষণ মুগ্ধতা ও ভালবাসা মিশ্রিত!
সমগ্র আকাশের নীল ছুঁয়ে ছিল,
পাখিরাও গান গাইলো!

সেদিনতো- স্বপ্ন ছুঁয়ে ছিলাম!
দুইযুগের ব্যবধানে, স্বপ্নগুলো এখন
ভীষণ প্রতারক, হন্তদন্তে পালিয়ে যায়!