আমার শিয়রে প্রতিদিন কিছুকিছু মৃত্যু হেঁটে যায়
অতপর; মৃত্যুগুলো রক্তজবার ফুটে ওঠে
প্রখর রোদ্দুরে রক্তজবাগুলো আত্মার ভেতর থেকে ডাকছে,
মনে হচ্ছে আকাশের রঙটাও আজ মৃত্যু বাঁধানো স্কেচের মতো....
গোরস্থানের পথ ধরে এগিয়ে যেতেই হারিয়ে যায় সূর্যের উজ্জ্বলতা
কেবলি ইয়াহুদী-নাছারাদের কোলাহল- হল্লায় উদোম হতে থাকে সভ্যতা, মানবিকতা!
আমি কেবলই পবিত্র সত্তাকে ডাকি, বিশ্বাসের মন্ত্র জপি।
স্বপ্ন হাতে কেবলি ছুটে যাই জিহাদের ময়দানে,
অন্তর সুরভিত হয় প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের জন্য,
পবিত্র আল আকসার জন্য।
ইচ্ছে হয়- আলোর প্রদেশ থেকে কুড়িয়ে নিই হারিয়ে যাওয়া
অজস্র শিশুর উজ্জ্বল দীপ্তিমান মুখগুলো।