তোমাকে অহর্নিশ ভালবাসা যদি ভুল হয়
কিংবা হৃদয় উজার করে দেয়া...
তাতে কি দোষ ছিল আমার?
সাদা কাগজের কালো হরফে তোমার সাথে অনুভূতি বিনিময়ের দিনগুলো সাক্ষী হয়ে আছে এখনো।
কালের সাক্ষী! শম্ভূনাথের সিঁড়ি ,শংকরমঠ,
ডেবারদীঘি, অশত্থজোড়া!
কড়কড়ে রৌদ্র কিংবা বৃষ্টিভেজা নগরে কাকভেজা পথিকজোড়া! অতপর; কিছু মানুষের অনাহূত দৃষ্টিপাত কখনো কি ভুলে থাকা যায়?
বোয়ালিয়ার কুলের অসভ্য হাওয়া...
তুমি-আমি কিংবা আমরা কিছুটা অসতর্ক!
তোমার দূরন্ত সম্মতি! তাতেও কি দোষ আমার?
তুমি মাইলস ভক্ত, আমি ডিপেনটাস্!
অরুন্ধুতী তোমার খুব প্রিয় ছিল, আমার প্রিয় বুদ্ধদেব বসু! কিছুটা খুনসুঁটি!
হেরে যেতাম ভালবাসায়!
শেষপর্যন্ত হেরেই গেলাম....
জীবনের খাতায় আজ শুধুই শুন্যতা!শুন্যতাকে নিয়ে যাচ্ছি কৃষ্ণগহব্বরে!