শূন্যতাও মাঝে মাঝে জিঘাংসিত
আমাকে গিলে ফেলতে চাই!
শূন্যতাও...
হাত, পা ছড়াচ্ছে এবং প্রতিনিয়ত
মস্তিষ্কে ঠক ঠক আঘাত করে যাচ্ছে!
তুমিহীন--ভালবাসাহীনতা!
তুমিহীন--কবিতাহীনতা!
তুমিহীন--স্বপ্নহীনতা!
তুমিহীন--শূন্যতা!
ব্লাকহোল থেকে উঠে আসা অন্ধকার ঘনীভূত। শূন্যতা!