সুগন্ধি মেখে বুকের খুব কাছে এসে
প্রতিদিন কীসব বার্তা দাও আমাকে?
বিশ্বাস করো, তোমার শরীরের এমন মন্ত্রবান-
আমার মস্তিষ্কে বয়ে চলে সুনামীর তাণ্ডব!
ততক্ষণে শর্ট প্যান্ট, গেঞ্জী
কিংবা চোখের শ্রুতি সবটায় ভেসে যায়!
মধ্যরাতেও কেঁপে উঠি-
ইলেক্ট্রিক শকট, আগুন আগুন।