ভোট কেন্দ্রে-
লম্বা সারিতে আড়মোড়া দাঁড়িয়ে আছো,
অন্যপ্রান্তে আমিও দাঁড়িয়ে আছি
আরো কিছুসময় দাঁড়িয়ে থেকো, প্লিজ!
প্রায় দু-যুগ পর তোমাকে দেখছি
যদিও উপমাসূত্রে আজ মনে অজস্র দ্বিধা!
তবুও বলছি-
নিস্তরঙ্গ নদীর মতো শান্ত-স্নিগ্ধ
তোমার সেই মুখ
আজো আমি নিবিড়ভাবে ভালবাসি।
নিয়ন্ত্রিত সময়ে-
পলিমাটির উষ্ণতায়-
আজ আর ভোট নয়- শুধুই তুমি!