রাতের নিস্তব্ধতাও কখনো কখনো
বিনির্মাণের সুর তুলে।
তরঙ্গায়িত হয় উত্তাল সমুদ্র।
তীব্রতর হয় নিঃশ্বাসের শব্দ
ক্রীড়াব্যঞ্জনাময়তায়
ফোটা ফোটা বৃষ্টি ঝরে-
উর্বরতা বৃদ্ধিপায় কর্ষিত ভূমি।
আঁধারে প্রকাশিত হয় শিল্পশৈলী
সৃষ্টি সুখের উল্লাসে।