ভীষণ বিরূপ প্রকৃতির প্রতিক্রিয়ায় বিষযুক্ত পথ- নিঃশব্দে গ্রহণ করছি বিস্তীর্ণ অন্ধকার!
এই যেনো কোনো এক অবলুপ্ত সভ্যতার অন্তহীন কান্না
এই মাটির বুক ফাটে, শস্যের শরীরে মৃত্যুর বুদ্বুদ!

অজস্র রূপান্তরে সকালের রোদ্দুর যেনো বিকেলের নিষ্ঠুর বিভ্রান্তি
অসম বিবর্তনে যদিও আমাদের মেরুদণ্ড বেঁকে গেছে
তবুও আমরা কেউকেউ বেঁচে আছি নষ্টদের মুঠোতে, তোয়াজে!

বেশ্যাচরণে ঈশ্বরের বন্দনা...
যাদুর আয়নায় চোখে ভাসে অগণিত শোষকের সুরম্য প্রাসাদ।