রহস্যের ঘেরাটোপে চক্রাবর্ত এই শহরে-
আমার উদ্ভ্রান্ত জীবন, ছন্দগন্ধহীন প্রেমিকা কিংবা দুঃখগুলো...
এমন কী মাঝেমধ্যে ঘাসফুল, পাখির গানও হয়ে উঠে ভোদকার জল!
আমিও তাতে কিছুটা বেঁচে থাকার আশ্রয় খুঁজি।
আমি চাই-আমার শরীরে সমর্পিত হোক প্রেম!
যেমনটি চিত্রকর রং-তুলির আঁচড়ে এঁকে দিতে পারে প্রকৃতি এবং রমনীগাঁথা পোট্রের্ট।
সমস্ত নির্জনতা ভেদ করে আজ তবে নেমে আসুক-
সদ্য ভূমিষ্ট শিশুর মতো নিষ্পাপ, কোমল বৃষ্টিধারা
মুছে যাক বেদনার্ত মুখ, আস্তিনের নিচে জমে থাকা দুঃখগুলো!