বিশাল সমুদ্রের জলাভূমে তোমার ছায়ারেখা ঘুরছে
বারবার দৃশ্যের আড়ালে চলে যায় তরঙ্গসমূহ....
যেমনটি শহরের সমস্ত কোলাহল, উষ্ণতা, আলো কিংবা রুদ্ধশ্বাস অন্ধকার!
রতিলোলুপ হিমেল হাওয়ায় ভেসে বেড়ায় শুধুই
তোমার মুখ!
এই বিশাল সমুদ্রের জল দিয়ে আঁকি তোমার
একখানা পোট্রের্ট
আধভেজা শরীরি বাঁক, অন্তরঙ্গ সন্ধিক্ষণ!