কতগুলো মশা প্রতিদিন আমার রক্ত চুষে নেয়
আমিও হন্তারক হই,
মশার রক্তে আমার হাত রঞ্জিত হয়!
নিতান্তই সত্য যে-
মনুষ্য সুরতওয়ালা রক্তচোষারা
বসে আছে সুরম্য প্রাসাদে!
আমরা ওদের তোয়াজ করি, করতেই থাকি
আমাদের হাতের রেখা ক্ষয়ে যায়!
উদ্ভট এক পরিভ্রমণের মধ্যে দিয়ে যাচ্ছি....
সামনের সারিতে আছেন মাননীয় নেতাগণ!
সমগ্র দৃশ্যপট যেনো দৌড়াচ্ছে,
আমিও দৌড়াচ্ছি, পেছনে পেছনে!