উম্মাদ মনোভূমে বহুকাল আগেই
একবার চেতনা হারিয়েছি
শরীরে লেপ্টানো মাটি কিংবা
নোনাজলে পুনরায় জেগে উঠে দেখি
ভাঙ্গা ইতিহাসের ছায়াতলে দাঁড়িয়ে-
জলপাই রঙের মহোৎসবের কলরোল!

আমার, আমাদের উত্তাপ
সহনশীল মাত্রায় থেমে যায়!
পুঁজি ও ক্ষমতায় অবরুদ্ধ হতে হতে
সম্মুখে দাঁড়িয়ে গেছে অদ্ভুত এক দেয়াল!

সত্য প্রকাশে বিচ্যুত সারি সারি নতমুখ
ওরা উপবাসী, ঝরাজীর্ণ!
ওদের মুখের শ্লোক,
কৃর্তি কিংবা অসম্পন্ন কর্মগুলো
বিষাদের নীল ছায়া হয়ে
ভীড় করে আমার কবিতার খাতায়।

কবিতাগুলোও আজকাল কেন যেন
হাত, পা মেলেনা....
একবুক শুষ্কতা নিয়ে গোঙাতে থাকে।
অতপর; হেঁটে যায় জঙ্গলের পথ ধরে....