কানাই বলে- ওরে ওসখি আমায় ভালবাসনারে
পীড়িতির ভীষম জ্বালা তরযে আর সয়নারে।
তোর লাগিয়া পরাণ আমার আনচান করেরে।
মনের মাঝে কুহু- কুহুতান করেরে।
গাঁই গেরামে তোর রূপে আর কেউ নাইরে
ওরে ও সখি আরো কাছে আয় নারে,
দু-চোখ জুড়িয়া একলা শুধু তোরে দেখতে মন চাইরে।