সবুজপত্রে উর্বশী মৈথুন
ভিজে যাচ্ছে আমার মাঠুয়া,
প্রকৃতিজ শিশ্নকল্লোলে
জেগে উঠে ভোর!

ভোর-
আলো ছড়িয়ে দাও,
প্রিয়তার বুকে জেগে উঠুক স্নিগ্ধতা।