অসহিষ্ণু প্রেম, নশ্বর-অনাহত উন্মাদনায় তোমার শরীরময় জুড়ে আজ বর্ধিষ্ণু দূর্বাঘাস। স্নায়ু প্রবাহিত প্রেমহীন নির্মাণ যেমনটি পক্ষাঘাতগ্রস্ত বিস্তীর্ণ অরণ্য!
বিদীর্ণ হচ্ছে প্রেমিক পুরুষের অজস্র রাত-দীর্ঘশ্বাস! অশুভ স্বপ্নের মতো অভিশপ্ত চোখে জেগে উঠে মনুষ্যত্বহীন রূপান্তরের মাঠ, সেখানে ভীষণ অন্ধকার। শব্দহীন প্রেমিকারা নেচে বেড়ায়, ঘামের গন্ধ ছড়ায়, ওদের যোনীতে নীল বিষ! শ্লীলহীন উচ্চকিত শব্দে একদল দাঁড়কাক উড়ে যায় ।