স্মৃতি কাতরতায়
প্রেমিক পুরুষ করছে
বিগত সময়ের তীব্র
এবং
অনাকাঙ্ক্ষিত হিসাব।

নাড়াছাড়া করছে
বোধের প্রবাহ।

মধাহ্নে আঁকিবুঁকি
করছে চিত্রকল্প।

অন্তমিলের ছায়াবিন্যাসে
রমনী উঠে চাঁদ।

চাঁদের সে
জোৎস্না মাখা আলোয়
শব্দজরায়ভেদ করে
জন্ম নিলো
একটি কবিতা।