বাংলাদেশের বুকে ছুরি বসিয়ে দিয়েছে কেউ একজন
আহত বাংলাদেশ মাটিতে মুখ থুবড়ে পড়লো,
ফোঁটা ফোঁটা রক্ত বয়ে যাচ্ছে পদ্মা, মেঘনা, যমুনায়....
পরাজিত শক্তিরা আজ নতুন মিশনে...
আহত বাংলাদেশ চিৎকার করছে,
ধর্ষিত লাল-সবুজের পতাকা ম্রিয়মান!
পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, তিতাস, কুশিয়ারা, কর্ণফুলী, ধলেশ্বরীর বুকছিঁড়ে বেজে উঠেছে করুণ সুর।
তরুণীর বুক ভাসা ক্রন্দন, বৃদ্ধার আকুতি, যুবকের ক্রোধ, তবুও
রক্তের স্রোত বইছে...
সুনির্দিষ্ট দালানে কান পেতে শুনুন....
কারা যেনো উল্লাস করছে।
স্যার, আমাদের ক্ষমা করো...
আমাদের হাত বাঁধা, মুখ বাঁধা, তবুও যে চোখ দুটো বেঁচে আছে!
বিঃ দ্রঃ মার্চ, ২০১৮ সিলেটে বরণ্যে লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল স্যারের উপর হামলার প্রেক্ষিতে লিখা