মহাকাশ কিংবা গ্রহ নক্ষত্রপুঞ্জের
একচ্ছত্র অধিপতির বার্তা বিশেষ
সাড়ম্বরে এগুচ্ছে শবযাত্রা!

সর্বত্র মৃত্যুছায়া, হিমশীতল নিরবতা
বিশ্বময় থেমে গেছে সামরিক হুংকার,
মার্কিন রনতরীর পশ্চাদপসরণ!

ইতোমধ্যে অস্তিত্ববাদীদেরও কেউকেউ
আকাশের দিকে হাত বাড়িয়েছেন,
এই হাত বাড়তেই থাকুক।
হয়তোবা খুব শীঘ্রই শুভবার্তা বয়ে আসবে।

০২।০৪।২০২০ (করোনাকালের কবিতা)