আজকাল শুভ্র বিকালে রোমাঞ্চ সন্ধানী পরিব্রাজকদের দেখা মিলেনা খুব একটা,
মাটির কাছে অভিমানে ঝরে পড়ে
কৃষ্ণচূড়া-সোনালুর রূপ।
জালানার পাশে মলিন দাঁড়িয়ে থাকে নীলবর্ণ আকাশটাও
ইন্দ্রিয়ের সর্বানুভূতি যেনো শোকার্ত নববধুর মতো চিৎকারহীন,
কিংবা শ্যাওলা পচা মজাপুকুরের মতোই নিরুত্তাপ!
পাপ,মনস্তাপ, মৃত্যুর মতো কতিপয় চিন্তা
দূরবর্তী ইস্টিশন থেকে পুনরায় ফিরে আসে,
জানালা-দর্জার নাড়ীভুঁড়ি ছিঁড়ে
বেরিয়ে আসতে চাই নিজ গৃহের সমস্ত ইটপাথর।
এই পৃথিবীর সবটাই যেনো আজ শিল্পহীন মনোভূমি!
(করোনাকালের কবিতা)