চোখে বিস্ময়
মুখে মধুরস
আঙুলে যাদুর কাঠি,
যৌবনও যে ভাসে!

তবে এসো,
আজ রাত্রিতে!
লুটে যাক পূর্ণিমা
অমবস্যা হলেও মন্দ কী!

ভাঁজ খুলুক
ছন্দে ও গন্ধে,শিহরণে!