খেলারাম খেলে চলেছে! সাপলুডু!
হা করে খাচ্ছে, ঢুকে যাচ্ছে পেটে।
পেটপুরে খাচ্ছে.....
হাত, পা, চোখ, নাক, কান, মাথা
কিংবা আস্ত মানুষ!
খেলারাম খেলছে! আলো আঁধারির খেলা
দৃশ্যমান কিংবা অদৃশ্যমান...!
লাল, নীল, সবুজ, হলুদ কত রঙের খেলা!
তাস খেলা, জুয়া খেলা, অথবা নারীবক্ষে ডুব সাঁতার!
চার দেয়ালের পাথরগুলো কিংবা
এই শহরের বৃক্ষরাজীগুলো প্রতিবাদহীন
পাখি কিংবা ছারপোকাগুলো
মাঝে মাঝে গোঙানো শব্দ করেও থেমে যায়!
মানুষ!অমানুষের ভীড়ে শব্দহীন, বধির কিংবা অন্ধ!
যে আকাশটি আমার ছিল সেটিও আজ পক্ষাঘাতগ্রস্ত!
নীলবিষে আক্রান্ত আমি কিংবা আমরা!
ক্রমশ; নিভে যাচ্ছে প্রদীপশিখা।