অদ্ভূত রঙ্গশালা, উম্মাদ নাচনী ওয়ালা
এবং কতগুলো গ্রহ নক্ষত্রের বলয়ে ছুটছি।
দেয়ালে দেয়ালে কতগুলো পোষ্টার, কিছু শব্দাবলী মস্তিষ্কে তখনো অনবরত কর্ষণ করে চলেছে।
নেশাচক্রে কলম্বাস কিংবা ইবনে বতুতার মতো ছুটে চলি সাগর মহাসাগর ডিঙ্গিয়ে। আগন্তুক কিছু ঘটনাবলী বলা যেতে পারে অড্রে হেপবার্ন কিংবা সোফিয়া লোরেলদের মতো সুন্দরীদের বক্ষভেদ করার গোপন ইচ্ছেটুকুও তখনো অবদমিত হয়নি।
লিথুনিয়া, এস্তোনিয়া,লাটভিয়া....
একেএকে ভেঙ্গে পড়ছে শক্তির বলয়,
পৃথিবীব্যাপি মহাপুরুষদের মুণ্ডুপাত চলছে!
রঙ্গমঞ্চে মঞ্চায়িত হচ্ছে নতুন এক পাণ্ডুলিপি, পরিবর্তনের শ্লোগান মুখরিত।
তেমনি স্পন্দিত প্রেমিকার আদ্যপ্রান্ত!