পিতা-
প্রায়শ; লোহার প্রকোষ্ঠে ঘুমাতেন,
বুকের জমিনে জড়িয়ে রাখতেন স্বপ্নের চাদর।
একখণ্ড সোনার বাংলা!
১৯৭১-
তর্জনী উচিয়ে গর্জনের ঢেউ ছড়িয়ে পড়লো প্রান্তরে
রক্তজলে জন্মনিলো প্রিয় বাংলাদেশ।
১৯৭৫-
বুলেট বিদীর্ণ হলো বাংলাদেশের বুক
কাঁদে বাঙালি-কান্নার স্রোত থামবেনা কখনোই!
কান্নার স্রোতাবহে প্রিয়তম কন্যা-
বুকে জড়িয়ে নিলেন রক্তে ভেজা স্বপ্নের চাদর।