কৈশোরকালে আমার মনে খুব বেশী
দোলা দিয়েছে যে কিশোরী, সরলা!
মন দিয়েছি স্বপ্নছোঁয়ায়! ছুঁতে পারিনি ।
কত যে রাত দু-চোখে ঘুম ছিলনা!
সুন্দর সে মুখখানি জাগিয়ে রাখতো।
স্মৃতি-বিস্মৃতির অতলে ডুবে ডুবে
আজো স্বপ্নের রঙ মেখে খুঁজে চলেছি।
এইতো সেদিন স্বপ্ন রাতে...
যামিনি রায় অনবদ্য প্রোটেটে
বিন্যস্ত করে অবিকল সে মুখচ্ছবি!
আজ হঠাৎ রাজপথে থমকে দাঁড়ালাম
দুঃস্বপ্ন হয়তোবা! সে প্রিয়মুখ-
রক্তাক্ত রাজপথে চিরতরে ঘুমিয়ে!