আকাশটা আজ বড্ড গুমোট হয়ে আছে
সে কখন থেকেই মেঘাবৃত, কালোধলো
হৃদয় তন্ত্রীতে বাজে,
এস্রাজের সুর যেমন বাজে।
ফিরে আসে বারেবারে পুরোনো দিনগুলো,
ভালবাসার স্মৃতিগুচ্ছ।
মেঘালয়া ভেসে ভেসে যায়, ভেসে বেড়ায়
তোমার মুখখানা, মায়াবী মুখখানা।
অদ্ভূত সম্মোহিত হতাম।
বিষন্ন বিকেলে কে যেনো গেয়ে যায়
রবী ঠাকুরের গান "দূরে কোথাও, দূরে দূরে"
সামনে এসে দাঁড়ালো দু-দশক আগের
একটি পুরোনু বিকেল-
দুটি প্রাণের মঞ্জুরি কিংবা অনাবিল চুম্বনদৃশ্য।
আজকের আকাশটা এখনি হয়তো মিশে যাবে
চন্দ্রনাথ পাহাড়ের সুউচ্চতায়
যেখানে একদা জীবনের গভীরে মিশে গিয়েছিলো
দুটি শালিকের মিছিল।