ভরা পূর্ণিমা,
আলোর বিকিরণ ছড়াচ্ছে জোনাকপোকা,
শিশিরকণায় একটু একটু আদ্রতা পাচ্ছে-
ভূপৃষ্ঠের উপরিভাগ, সবুজ ঘাস, লতা, পাতা!
স্বপ্নের পারদে সোনালী দরজা উন্মুক্ত হয়
জেগে উঠছে অড্রে হেপর্বান, শ্যারন স্টোন,
সোফিয়া লোরেন, ক্লাউডি শিপার্ডদের কেউকেউ।
সচলরূপে চলছে পৃথিবীর সবচাইতে
বড় উৎপাদন যন্ত্র, উৎপাদিত হচ্ছে মানব ভ্রুণ!
তদ্রুপ ঘুমহীন যন্ত্রণা, যৌবনের অতৃপ্ত আকাঙ্ক্ষায়
কোথাও আবার ঝরে পড়ছে অবহেলিত বীর্য!