টিকটিক করে এগিয়ে যাচ্ছে সময়ের ঘড়ি
শিকলবেড়ি পায়ে হেঁটে চলেছে প্রান্তজন
আমৃত্যু ভুল স্বপ্নদেখা কিংবা
স্বপ্নহীন অনাবাদী ভূমিতে পথ রচনা করতে
চাওয়ার পাপবোধ এখনো ক্রিয়াশীল।
পূর্বপুরুষের দেখানো পথে এখনো
কুঁজো হয়ে হাঁটছে একদল।
পাওয়ারফুল গ্লাস কিংবা বাইনোকুলার দিয়ে
এখনো প্রতিদিন
বিলাসী ভবন থেকে পরখ করছে কেউকেউ।
বোধহীন চেতনার জাল বিস্তৃত এবং
ক্রমেই স্পষ্টত শয়তানের প্রতিবিন্ব।
প্রান্তজন এখনো বয়ে নিয়ে যাচ্ছে
পূর্বপুরুষের দাসত্ব।