মড়মড় শব্দে বেজে উঠে শতাব্দী কালের ধ্বনি
স্বপ্নগুলোর পলায়নপর মনোবৃত্তি,
আমাদের অন্তর্গত জীবনের সমস্ত মগ্নতা সরে গেছে!
সুন্দরীর স্পর্শ কিংবা অপ্রার্থিব কিছু কোলাহল
স্রোতশূন্য হয়ে তলিয়ে গেছে গূঢ় অন্ধকারের বুকে।
অদ্ভুত এক স্তব্ধতায়-পৃথিবীর রঙ আজ তামাটে ধূসর,
আমাদের পদচিহ্ন-
ক্ষুদা মিটানোর অক্ষমতায় নেতিয়ে যায়,
সম্পদের সুষম বণ্টন চেয়ে আজন্ম ক্ষোভের বশবর্তী-
ভুখাদের সম্মিলিত মিছিল দাঁড়িয়ে যায় বিকল্প রাজপথে;
এমনতর দৃশ্যে হয়তোবা ব্যাঙ্গ করছে সারিবদ্ধ অট্টালিকাগুলো!
তবুও এই শহর, গ্রাম কিংবা মফস্বলের মোড়ে মোড়ে
আতঙ্কিত ছায়ার চুম্বনে-
প্রতিধ্বনিত হয় সময়ের দায় মেটানোর বাধ্যবাধকতা।