বুক পকেটে রেখে দিয়েছি কৃষ্ণচুড়া রং
একটু একটু খরচা করি প্রতিদিন,
সওদা করি ভালবাসা।
ভালবাসার হাটে খুঁজেফিরি-
হৃদয় স্পন্দিত সে মুখ!
পাবলো নেরুদা থেকে আবুল হাসান
পিকাসো থেকে সুলতান সর্বত্র খুঁজি তোমাকে,
ভালবাসবো এবং কৃষ্ণচুড়ার রং মাখাবো বলে।
প্রতীক্ষায় আছি- ফিরে এসো মৃত্তিকা।