আশ্চর্য এক রৌদ্রোজ্জ্বল বিকালে স্নাত হলাম,
মেঘেদের রাজ্যে ঘুরেঘুরে দেখলাম
এক অপূর্ব আকাশ।
পগাঢ় নীলিমায়-সমুজ্জ্বল স্বপ্নেরা হেসেখেলে
ঘুরে বেড়ায়!
সুরভিত বাতাসে অদ্ভুত সুন্দর আলপনা!
দিগন্তনীলে ছুটে বেড়ায় স্নিগ্ধ নগ্নবুক!
ক্রমাগত ছুটে আসে-অনাদান্ত অতীত
হাডুডু,লাটিম,ঘুড়ি,মার্বেল,ডাংগুলি
এবং কৈশোরকালীন প্রেমিকার প্রতিচ্ছায়া!