আবার যখন শান্ত হয়ে আসবে এই পৃথিবী
অনেকেই হয়তো বেঁচে থাকবো, কেউকেউ চলে যাবো।
পৃথিবীর বুকে পুনরায় জেগে উঠবে হলুদ, সবুজ কোলাহল।
যারা বেঁচে থাকবে হয়তোবা ভুলে যাবে-
নিকট অতীতের মৃত্যু বিভীষিকা!
বেঁচে থাকার অহমিকায় কেউকেউ অসভ্যতায় মেতে উঠবে পুনরায়!
সেদিনটাতেও সকাল হবে রৌদ্রকরোজ্জল-
পাখি ডাকবে, ফুল ফুটবে, প্রেম থাকবে, আদিমতাও!
হয়তোবা কিছুদিন পৃথিবীর আলোছায়ায়
বুভুক্ষু মানুষের দল আহাজারি করবে,
অনাহারে তাঁদের কেউকেউ চলে যাবে
চির অন্ধকার মাটির গহব্বরে!
কেউকেউ বিত্তের-কেউবা চিত্তের রাজত্ব হারাবে!
তবুও আরেকটি প্রতিবিপ্লবে ক্রমশ পৃথিবী ঘুরে দাঁড়াবে!
প্রতিবিপ্লবের দরোজায় কড়া নাড়তে থাকুক-আজকের শিশু।
(করোনাকালীন সময়ে লিখা ২৪.৪.২০২০)