মনোরম প্রাসাদ কিংবা পর্ণশালায় ঈষৎ
বিব্রত হলেন গৌরবগর্বিণী কন্যা!
ক্ষমতা দিয়েছ মালিক,
রাজত্ব ছুঁয়ে দেখতে দোষ কী!
অতপর; রৌদ্রতাপেও যৎকিঞ্চিৎ অভ্যর্থনা,
অসসহিষ্ণু আলিঙ্গন।
উপপ্লাবী বাসনায় কেউকেউ বিষম বিভ্রাটে
কেউবা বিবর্ণ পুতুলের মতোই নাচে!
এখানে, এই মুল্লুকে নতুন সূত্রে তেভাগা
জোয়ার জাগে....
সিঁড়ি বেয়ে উপরে উঠছে, নামছে কতিপয়
সাংবিদ্যাধারী সু-পুরুষ!
স্থুলদর লোলজিহ্বায় তৃপ্তির ঢেকুর ওঠে!
গোপাল বলছে-প্রসন্ন হও নিদ্রা দিওনা!