আমার বুকে কেউ একজন গুলি চালিয়ে দাও
দেখো কত সহজেই না হতে পারে কাজটি
গড়গড় করে আমার রক্ত গড়িয়ে যাবে...
নিথর, নিস্তব্ধ দেহটি পড়ে থাকবে পথে।
শব্দহীন, আমি কোনো প্রতিবাদ করবোনা,
নশ্বর এই দেহ একদিন মাটিগর্ভে
পোকা মাকড়ের খাদ্য হবে,
মাটির সন্তান, মাটিতেই যাবো মিশে,
হয়তোবা খুব সহজেই আমাকে ভুলে যাবে
এই শহরের চেনাজানা মানুষগুলো।
অব্যক্ত কষ্টের তীব্রতা ছুঁয়ে যাবে নিতান্তই
নির্ভরশীল প্রিয়জনের!
যদি খুন হই, সত্যিই বলছি আমি
কোনো প্রতিশোধ নেবোনা,
অমোঘ সত্য যে প্রকৃতিই কোনো একদিন
যথাযথ হিস্যা বুঝে নিবে।