কালচক্রে ঘুরেফিরে কিছু অন্ধকার নেমে আসে,
অন্ধকূপে ঝাপ দিয়ে পুনরায় উঠে দাঁড়াই। অদূরবর্তী তালগাছে বাবুই পাখির অদ্ভুত কারুশিল্পে দৃষ্টিবদ্ধ হতেই বুকের জমিনে জেগে উঠে প্রিয়তা......
মন ডুবুরি- ষোড়শ শতাব্দীর প্রাসাদোপম একটি কক্ষভেদ করে-যেখানে বাইজী, নৃত্যকলা, সূরা ও কবিতা জড়াজড়ি করে উল্লাসে মাতোয়ারা, স্বপ্নঘোরে কেটে যায় রাত্রির দৃশ্যপট।
প্রত্যুষে কুয়াশাপথ ধরে, কাকডাকা ভোরে হেঁটে যায় ভোগরেখা বরাবর। সূর্যদেবের ভৎর্সনা উপেক্ষা করে জোড় কদমে যান্ত্রিক সময়কে জাগিয়ে তুলি।
ঘড়িপেটা সময়ে বয়ে চলে বিবর্তণের সাতসতেরো,
প্রায়শ; আমার কিম্বা আমাদের হাত, পা বাঁধা থাকে, চোখ দুটো বেঁচে থাকে, তবুও কিছুটা সময় প্রিয়তার বুকে জেগে উঠে সবুজ ভূখণ্ড।