এখানে সারাক্ষণ কোলাহল, মহাসাগরের মতো কম্পমান
জীবনের হিসেবি খসড়া দৌড়াচ্ছে, দৌড়াতেই থাকে।
অহরহ কীটপতঙ্গ পিষে মরে, নতুন নতুন প্রাণী জন্মনেয়,
জন্মনিয়ন্ত্রিতও হয় অস্বাভাবিক ভাবেই....
এখানে যেমন বঙ্গবন্ধু, মহামতি লেলিন কিংবা বিপ্লবীদের মূর্তি ভাঙচুর হয়,
তদ্রুপ নিরূপিত হচ্ছে বেওয়াচ পামেলাদের যৌনতার শক্তি!
হাত, পা গজিয়ে রাজপথে হাঁটে বুভুক্ষু যুবক,
আঁচড় কাটে যুবতীর স্তন, যৌনাঙ্গে....
ক্রমশ; দীর্ঘায়িত হচ্ছে ওদের জৌলুস!
প্রতিনিয়ত; প্রিয় পতাকার বুকছিঁড়ে শুনি ক্রন্দনধ্বনি!