তোমার পরশে-
জেগে উঠে বাংলার জমিন,
ফুল্লকুসুমিত-কৃষাণ-কৃষাণীর মুখ,
দীপ্ত পদভারে-
মুখরিত শ্রমজীবী মানুষ।।

তুমি আছো বলেই
স্বপ্ন দেখি বেঁচে থাকার
এবং
তোমার স্বপ্ন ছুঁয়ে-
দুর্বার এগিয়ে যায় প্রিয় বাংলাদেশ।

শুভ জন্মদিন প্রিয় নেত্রী- শেখ হাসিনা



( ২৮/০৯/২০২২ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিবেদিত)