মন গভীরে তীব্র থেকে তীব্রতর বাতাসের গতিবেগ
তোমার আগমনের সাইরেন বেজে চলেছে  
স্যাটেলাইট তরঙ্গে।
রঙ ছড়িয়ে নেছে বেড়ায় জোনাকিরা...
ফুল ফুটে অবনীর আনাচ, কানাচ
প্রকৃতিতে প্রেমগীত, কবিতার বাতাবরণ!