আমার চক্ষুমণিতে ভীষণ উজ্জ্বল তুমি,
ইন্দ্রিয় জুড়ে বিস্ময়ের প্রলেপ এঁকে-
তৈরি হতে থাকে এক মনোরম ভাষ্কর্য!
রোদ্দুরেও আজ অলৌকিক বিস্মরণ ঘটে চলেছে!
তোমার শরীর ও মনের প্রতিটি অঙ্গ খুঁটে খুঁটে
বেরিয়ে আসছে যৌবনদীপ্ত অহংকার!
আমার অন্তর জুড়েও দৃশ্যের পর দৃশ্য
ছুটে চলে কুমারীর পবিত্র সত্তা
এই যেনো এক মহার্ঘ আলোর যাত্রা...
অবশিষ্ট নদীর গহব্বর থেকে ওঠে আসে
আরো একটি বিস্মিত চোখ!
ঐ চোখে জন্ম নেয় আমার প্রথম প্রেম!