অস্ফুট শব্দে, অনেকটা নরম জোছনার মতো
কিংবা হেমন্তে বয়ে যাওয়া কুমকুম হাওয়া-
ঠিক তেমনি তোমার মুখ ছায়াছবির মতো ভেসে উঠে-
আমার মনের ভেতর জেগে উঠা প্রাচীণ রোদ্দুরে।
কৈশোরে বেড়ে উঠা আবেগিক বয়স থেকে
অদ্যাবধি হত্যা করে চলেছি....
তোমার রহস্যঘেরা চোখ, উর্বর উদ্বাহু
তুমি, প্রতি নিশিথে এখনো ভীষণ ভাবে স্বপ্নচারিনী,
আমার দু-চোখের বিস্ময়বহতা!
তোমাকে সবুজ চুম্বনে চুষে পান করার অধীর প্রতীক্ষায় প্রতিদিন, প্রতিটিক্ষণ, এই যেনো এক পৌরাণিক সম্ভোগ!
শুভ্রদেহের স্নিগ্ধমধুর ছোঁয়া!
তোমার কপালে বৃষ্টি হোক, পুরোনো সিঁদুর প্লাবিত হোক
নতুন করে আমার কাছে এসো,
এই শরীর আগুনে পুড়ে ছাই হোক।