পোড়ামাটির ভিটেয় অস্তিত্বের শেকড় সন্ধান করি
কুলিক শ্রমে বেড়ে উঠা-সভ্যতার অনুভমিক বিস্তার,
অজন্তা ইলোরা কিংবা গুহাশিল্পের ইতোবৃত্তে ডুব দিয়ে খুঁজি আত্মার স্ফূর্তি-ঘ্রাণ!
পোড়ামাটির অলংকৃত শরীর যেনো পূর্বপুরুষদের অবয়ব।
ঐতিহ্যের গম্বুজ, ভল্ট, খিলান, স্তম্ভ, স্প্যানড্রেল-এ জেগে উঠি  বারংবার।