বাতাসের চঞ্চলতা গায়ে মেখে হাঁটছি
বলা যেতে পারে-
মানবিক বিষাদ থেকে ক্ষণিকের মুক্তি,
হয়তোবা নিজের অজান্তেই ফিরে আসে কৈশোরের দূরন্ত সময়,চনমনে রোদ্দুরে লম্পঝম্প!
আমি তখন বাতাসের কাছে অনর্গল নালিশ জানাতে থাকি-
যে মানুষগুলো আমাকে কখনোই ভালবাসেনি
অথচ কাঙাল ছিলাম!
যাদের আদ্র-বৃষ্টিজলে ভিজতে চেয়েছিলাম, ভেজা হয়নি!
জলের মগ্নতা থেকে কিংবা গোলাপের কাঁটা বিঁধে,
আন্তশূণ্য হৃদয়ে-আমি পরাজয় মেনে নিয়েছি।
আমি কোনো যোদ্ধা কিংবা প্রেমিক নই,
রমনীর ঠাসা যৌবন কখনো ছুঁয়েও দেখনি!
শুধুই এইটুকুই বলতে পারি বহুদূর,
অনেকটা পথ বিভূঁইয়ে,পুনরায় ফিরে এসে বুঝলাম-
আমিও জীবনযুদ্ধে পরাজিত সৈনিক!