সর্বনাশা হাওয়ায় উড়ছে নৈবেদ্যের অজস্র রূপকল্প
মস্তিষ্কে অনর্গল ভীড় করছে যাবতীয় খিস্তিখেউড়।
রাশান-ইউক্রেনীয় উত্তুঙ্গ আক্রোশে রক্ত-পিত্তে লেগে আছে হাহাকার!
দুঃখের অরণ্যে দৃশ্যমান হতে থাকে পুরোনো সাংকেতিক চিহ্নের কুটিলপ্রবাহ
এই বুঝি রাসয়নিক বিষক্রিয়া ছড়িয়ে পড়বে প্রিয়তমার বুকঢালে
হয়তোবা মাটির মুর্তিতে শোভিত হবে নিঃসঙ্গ এই পৃথিবীর ক্রন্দন-রোল!
কেউবা মদের ভাঁড়ে ভিজাবে জীবনের পোড়া গন্ধ!