ধ্বংসস্তুপের পিঠে দাঁড়িয়ে কিংবা জুয়োচুরির ডাঙায় বসে
আমার বিপর্যস্ত দু-বাহু যখন নিশ্চিত পরাজয়ের সঙ্গিন
খুব নীরবে চোখের জল দুঃখ দিনের পন করেছে
এবং নরম জোৎস্নার বিপরীতে শরীরের আত্মসমর্পন
তখনি ফিকে হয়ে যাওয়া স্বপ্নের ঠিক শেষটায় তোমার চোখ
নিভৃতে জেগে ওঠে আমার অন্তর্জালে-লাজনিপুন মগ্নতায়।
ক্ষুধার অভিশাপ মুছে দিতে তোমার সঙ্গমমন্ত্র নিরলস ঐশ্বর্য বিলিয়েছে...
ইতোমধ্যেই পাড়ার সমস্ত ইঁদুর মরে গিয়ে উৎপাতহীন,
স্পন্দমান এক নতুন পৃথিবীর ঘোষণা দিয়ে রেখেছে।
অবলীলাক্রমে সমস্ত অন্ধকার মুখগুলো রোদ্দুরে দাঁড়িয়ে গেছে
এই যেনো উপদ্রুত উপকূল পেরিয়ে নতুন এক দ্বীপপুঞ্জে তোমার অগণন উপস্থিতি...
আমার বুক জুড়ে নিশ্চিত ঘুমুচ্ছে অজস্র পঙক্তিমালা।
আদর্শ এক নারী-সন্নিবেশিত হলে জন্মনেয় পবিত্র মোনাজাতের খসড়া।