মনের মাঝে
গোল্লাছুট
খেলে খেলে
তোমার
মনটা  হয়েছে
চলাৎচলাৎ!

রঙীন কোনো
রাহুগ্রহে
তুমি!

পীড়িত হয়েছি আমি!