আমার পেটের ভেতর ঠোক্কর মারে ক্ষুধা,
শিরায় শিরায় জ্বলছে আগুন-
শতচ্ছিন্ন হৃদয়টাও যেনো আজ ধূসর মরুভূমি!
সিন্ডিকেট হোতাদের দৌরাত্ম্য-
কপালের সমস্ত ঘাম দিয়েও আজ
প্রেয়সীর ঠোঁটে জাগাতে পারিনা চুম্বন!
জননীর দেহ আজ বলহীন, অসার!
অনিশ্চিত সন্তানের ভবিতব্য!
এই মুহূর্তে আমি বড্ড উম্মাদ,
ধরে নিন পাগলা হাতি-
আমার পেটের ভেতর যখন ঠোক্কর মারে ক্ষুধা...
বিশ্বাস করুন-
দরবেশ বাবা থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র,
রক্তচোষা শয়তানগুলোর হাঁড়-মাংস সবটায়,
সবটায় আমি-এক নিমিষেই খেতে চাই!
হে রাষ্ট্র- আমার ক্ষুধা মিটিয়ে দাও,
নতুবা এই দেহে মিশিয়ে দাও হেমলক!
আজ জলন্ত সূর্যটা নিভে যাক
ঘাসগুলো মুহূর্তেই হয়ে যাক মৃত!
আম জনতা নিপাত যাক-
শুধু বেঁচে থাকুক আমাদের ফন্দিবাজ-
নাখান্দারা।