পাশুটে হাওয়ায়
------------------

যৌবনের দাগ কেটে গেলেও
জল গোলা চোখ দেখছে-ঘোর অন্ধকার,
বিবর্তনে উষ্ণতা নেই
কেবলি মৃত্যুছায়া চিৎ হয়ে শুয়ে আছে!

বৃক্ষ ও পাখিদের চোখে-পুঁজির বিজ্ঞাপন!
আকাশ, নদী ও পাহাড়
ভীষণ,ভীষণ কালোরূপ ধারণ করেছে।

প্রিয়তার বুকে নেই স্তনাগ্র উম্মাদনা,
দীর্ঘমেয়াদে বৃষ্টিহীন!
পাশুটে হাওয়ায় উড়ে যায়-
সুতীব্র ইচ্ছেগুলো।