ইদানিং প্রায় অদ্ভুত সব স্বপ্ন দেখছি-
স্বপ্নের অগ্রভাগে শৈশব-কৈশোরের বেলাভূমি,
বন্ধুদের সাথে ডুবসাঁতার, ইস্কুল পালিয়ে
সিনেমা দেখা, প্রেমিকার প্রবঞ্চনা এবং বিভৎস খুন দৃশ্য!
স্পষ্টত মনে হয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার দিকে চেয়ে আছে কটাক্ষমিশ্রিত দৃষ্টিতে
কিংবা সুন্দরী যে রমনী তাঁকেও মনে হয় হাটখোলার বারবনিতা!
ইদানিং আমার বুকখানি মাঝেমধ্যে কেঁপে ওঠে
শরীরের তন্তুতে অদ্ভুত এক ছায়া প্যাঁচিয়ে যায়,
চোখের সম্মুখে কখনো ঘুরে বেড়ায় জলন্ত মেঘ কখনোবা যজ্ঞের কাপালিক!
পাপ ও দুঃখের সমান্তরালে ছুটে চলে-
নিঃসঙ্গতা এবং মৃত্যুচিন্তা!