রাস্তাটা প্রায় ভুলতেই বসেছিলাম
হাঁটতে হাঁটতে হঠাৎ-ই ফিরে আসা-
বকুল গাছটাও আজ বেশ ম্রিয়মাণ,
শিশিরের আদ্রতা সত্ত্বেও
বিষন্ন সকাল, দুপুর নিস্তেজ,
বিকালটা খুঁজেও পাচ্ছিনা!
গেলোবার এইপথে কোলাহল ছিল,
উচ্ছ্বাস ছিল!
উদ্ভট পালাবদল!
কুকুরগুলো লেজ নেড়েচেড়ে চলছে,
ওদের মুখে লালা!