সম্বিত ফিরে পেতেই ফের মহাশঙখের ধ্বণি
কিংবা আমি শুনতে পাই
লুই আইকানের নকশাঘরে ব্যাপক হট্টগোল!

মহাসড়ক পেরিয়ে পার্ক লেনে চোখে পড়ে
মাতারীর শরীরী তরঙ্গ এবং পট-পুটলি!
শেতাঙ্গ রোদসী-
কিশোরীর বুক ছুঁয়ে ঢলে পড়ে ঘাসে, এবং
দৃশ্যরূপ আবিস্কারে কতিপয় রাজশাস্ত্রীয় পণ্ডিত
ভুলে যায়- কি তাঁহার কর্তব্য।

রক্তজলে তত্ত্বকোষের পাতাগুলো
ভাসতে থাকে পদ্মা, মেঘনা, যমুনার স্রোতে!