সমস্ত শহর জুড়েই আজ বেশ সরগরম
"অভিযান " শব্দটি-ই ঘুরেফিরে আসছে
আজ হঠাৎ-ই নিত্য ব্যবহৃত
শব্দটিকে বেশ ঝাঁজালো মনে হলো!

ভাবলাম এই আর নতুন কি....
মাঝেমধ্যেই তো অভিযান হয়ে আসছে
ক্লিনহার্ট, এসল্ট, থান্ডার বোল্ট,
স্ট্রম, হিট স্ট্রং, রিপল, টোয়াইলাইট, হিট ব্যাক,
ষ্ট্রাইক আউট, ম্যাক্সিমাস, সাটল স্পিল্ট,
ঈগল হান্ট, সান ডেবিল......
জঙ্গি, মাদক, সন্ত্রাস বিরোধী অভিযান।
রমজানে পণ্যের দাম নির্ধারণেও অভিযান।

এতো সয়ে যাওয়া একটি বিষয়,
খুবই সাধারণ একটি শব্দ।
অভিযান চলে, অভিযান থেমে যায়
পুনরায় জেগে উঠে কৃতকর্ম।

হঠাৎ-ই বেশ উচ্চারিত "অভিযান" শব্দটির মাহাত্ম্য
বুঝার চেষ্ঠা করলাম!

খালেদ, শামীম, লোকমান, সম্রাট, আরমান
ওদের জন্যই কি অভিযান শব্দটি এতটা মাহাত্ম্য পেলো?
ওরা কি তবে ভিন্ন গ্রহের কোনো মানুষ?

কেউকেউ বলছে
শ্রেণী বিশেষের যন্ত্রণা প্রত্যক্ষ করতে
কেউবা বলছে...
শর্ষের মধ্যে ভূত দেখার তাড়নায়
"অভিযান" শব্দটিকে বিশেষ মাহাত্ম্য দিয়ে
বরণ করছে এই শহরের মানুষগুলো।

০৭.১০.১৯